গর্ভাবস্থায় যৌনতার ব্যাপারে অনেক নারীর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়ে থাকে। অনেক পুরুষ ও গর্ভকালীন নারীর সাথে যৌনমিলন ঘটাতে ইচ্ছুক থাকেনা । যদিও গর্ভাবস্থায় যৌনমিলন তিকারক নয়। তবে এই সময়ে যৌনমিলনের স্বাভাবিক আসনগুলো ব্যবহার করা সম্ভব হয় না। তার বদলে বিরল আসনে যৌনমিলন করতে হয়। নারীর যদি আপত্তি না থাকে এবং পুরুষের যদি ইচ্ছা থাকে তবে গর্ভাবস্থায় যৌনমিলন চলতে পারে। গর্ভাবস্থায় যৌনমিলনে কয়েকটি ঝুঁকি রয়েছে। এ ব্যাপারে সতর্ক থাকা উচিত এই ঝুঁকিগুলো হলো।
পেলভিক ইনফামেশন সমস্যা।ইনফেকশন।অন্যান্য শারীরিক সমস্যা।
সাধারণ গর্ভাবস্থায় প্রথম দুই থেকে তিন মাস যৌনমিলনে কোনো ঝুঁকি থাকে না। তবে এর পরে গর্ভের বয়স যত বাড়ে তত বাড়তে পারে। এ ব্যাপারে খেয়াল রেখে যৌনমিলন করা উচিত।
গর্ভাবস্থা এবং যৌনতা
on
Thanks for share this.To no more info please visit Health Tips
ReplyDeleteClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.